জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ করুন বিনা মূল্যে ই-মেইল সেবা জিমেইল নিরাপদ করার মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ই-মেইলের সুরক্ষা দিতে পারেন। জিমেইল নিরাপদ রাখার ক্ষেত্রে জনপ্রিয় একটি ব্যবস্থা হচ্ছে জিমেইলের টু-স্টেপ ভেরিফিকেশন। এ পদ্ধতি চালুর ক্ষেত্রে যখনই আপনি ই-মেইলে ইউজার নাম এবং পাসওয়ার্ড দেবেন , তখন আপনার মোবাইল ফোনে একটি এসএমএস চলে আসবে। এ জন্য শুরুতে আপনাকে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করে settings\google account settings\security পাতায় যান। এখানে চারটা অপশন আছে। এগুলো হচ্ছে Changing your password, Recovering your password, Using 2-step verification, Authorizing applications & sites । এখানে Using 2-step verification অপশনে যেতে হবে। এখানে আপনার মোবাইল ফোন নম্বরসহ প্রয়োজনীয় তথ্য দিয়ে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করুন। সতর্কতার জন্য বাড়তি ১০টি কোড তৈরি করা যায় , যা আপনি আপনার নিরাপদ কোনো জায়গায় সংরক্ষণ করে রাখতে পারেন। অনেক সময় নেটওয়ার্কের সমস্যা হলে কোড আসতে দেরি হতে পারে। ...