পোস্টগুলি

নভেম্বর, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

না বলা কথা

ছবি
  না বলা কথা প্রেসির দেখা যে আবার পাবো এমনটা কল্পনাও করিনি ! কাল ওর সাথে আবারও দেখা হলো । স্বপ্নে ! স্বপ্ন হলেও যেন সত্য । ওর সাখে দেখা হয়েছে পুরোনো দিনের মতই । যখন ও চলে যাচ্ছিল তখন বেদনায় বুকটা ঘুমের মধ্যেও যে শূন্য হয়ে যাচ্ছিল তা আমি অনুভব করেছিলাম । ওর আসল নাম প্রেসি তবে আমি ওকে পারু নাম দিয়েছিলাম । আমার সবচেয়ে প্রিয় নাম এটি । আমি নিজেও জনসমাজে পার্বতী পারু নামে পরিচিত । গত বর্ষায় প্রেসির সাথে আমার প্রথম দেখা । শুরুতেই মস্তবড় ভুল করে বসলাম । পেছন থেকে দেখেই আমার বন্ধু আসু মনেকরে সজোরে একটা চড় বসিয়ে দিলাম প্রেসির পিঠে । যখন দেখলাম নাক চ্যাপ্টা মেমে সাহেব , এটা আসু নয় তখন পালাবার আপ্রাণ চেষ্টা করেও কোনো লাভ হলো না । আমাদের দেশের বাঙালী বাবুরা ততক্ষণে আমায় ঘিরে ফেলেছে । এখন শুধু অনুমতির পালা । প্রেসি অনুমতি দিলেই বাবুরা আমাকে আলুভর্তা করে ফেলবে । কিন্তু ঘটনা হলো অন্যরকম । প্রেসি নিজেই আমাকে রক্ষা করলো । ”Don’t Worry. It’s not a problem. Please leave him.

ভাষা সৈনিক হালিমা খাতুন

ছবি
 ভাষা সৈনিক হালিমা খাতুন 1. জন্মঃ তিনি ১৯৩৩ সালের ২৫শে আগস্ট বাগেরহাট জেলার সদর থানার বাদেকাড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। 2. শিক্ষাঃ                ** বাদেকাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়               ** মনমোহনী গার্লস কলেজ               ** পি.সি. কলেজ বাগেরহাট               ** ঢাকা বিশ্ববিদ্যালয় 3. উচ্চ শিক্ষাঃ               ** ঢাকা বিশ্ববিদ্যালয়               ** তিনি ১৯৬৮ সালে  USA এর ইউনিভার্সিটি অব নর্দান কলরোডা থেকে “প্রাথমিক শিক্ষা” বিষয়ে পিএইচডি লাভ করেন। 4. ১৯৫৩ সালে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। তিনি প্রথমে খুলনা করনেশন স্কুল তারপর R. K. গার্লস কলেজ, খুলনা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট (IER) বিভাগে যোগদান করেন এবং  ১৯৯৭ সালে  সেখান থেকে অবসর গ্রহণ করেন। 5. তিনি ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৪৪ ধারা ভঙ্গকরে প্রথম যে দলটি বের হয় সেই দলের চার জন সদস্য জুলেখা, নূরী এবং সেতারার সঙ্গে তিনি ছিলেন। 6. ভাষা আন্দোলনে পুলিশের হামলার ছবি তিনি বিভিন্ন পত্রিকা অফিসে পৌছে দিতেন। 7. তিনি শিল্পকলা একাডেমী কর্তৃক ভাষাসৈনিক সন্