ভাষা সৈনিক হালিমা খাতুন

 ভাষা সৈনিক হালিমা খাতুন



1. জন্মঃ তিনি ১৯৩৩ সালের ২৫শে আগস্ট বাগেরহাট জেলার সদর থানার বাদেকাড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

2. শিক্ষাঃ 
            ** বাদেকাড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়
            ** মনমোহনী গার্লস কলেজ
            ** পি.সি. কলেজ বাগেরহাট
            ** ঢাকা বিশ্ববিদ্যালয়

3. উচ্চ শিক্ষাঃ
            ** ঢাকা বিশ্ববিদ্যালয়
            ** তিনি ১৯৬৮ সালে  USA এর ইউনিভার্সিটি অব নর্দান কলরোডা থেকে “প্রাথমিক শিক্ষা” বিষয়ে পিএইচডি লাভ করেন।

4. ১৯৫৩ সালে শিক্ষকতার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। তিনি প্রথমে খুলনা করনেশন স্কুল তারপর R. K. গার্লস কলেজ, খুলনা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিটিউট (IER) বিভাগে যোগদান করেন এবং  ১৯৯৭ সালে  সেখান থেকে অবসর গ্রহণ করেন।

5. তিনি ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন। ১৪৪ ধারা ভঙ্গকরে প্রথম যে দলটি বের হয় সেই দলের চার জন সদস্য জুলেখা, নূরী এবং সেতারার সঙ্গে তিনি ছিলেন।

6. ভাষা আন্দোলনে পুলিশের হামলার ছবি তিনি বিভিন্ন পত্রিকা অফিসে পৌছে দিতেন।

7. তিনি শিল্পকলা একাডেমী কর্তৃক ভাষাসৈনিক সন্মানানা লাভ করেন।
 
8. তিনি ২৩ জুলাই, মঙ্গলবার, ২০১৮ মৃত্যুবরণ করেন।

9. তিনি ২০১৯ সালে মরোণত্তর একুশে পদক লাভ করেন।



  




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ