বাংলায় মধ্য-অ এর উচ্চারণ
মধ্য-অ
শব্দের মধ্যে অবস্থানরত ‘অ’ কে ‘মধ্য-অ’ বলা হয়। বাংলা উচ্চারণে মধ্য-অ এর নিয়ম সমূহ নিচে প্রদান করা হলঃ
1. মধ্য-অ এর পর ই/ঈ/উ/ঊ/ঋ-কার/য-ফলা থাকলে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে। যেমনঃ
বিরতি=বিরোতি
সমভূমি=সমোভুমি। ইত্যাদি
2. দুই অক্ষর বিশিষ্ট শব্দের মাঝের ‘অ’ ধ্বনির উচ্চারণ ‘ও’ এর মত হবে। যেমনঃ
কাজল=কাজোল মতন=মতোন
বেতন=বেতোন ভিতর=ভিতোর। ইত্যাদি
**তবে দুই অক্ষর বিশিষ্ট শব্দের শেষ বানানটি যদি ব্যন্ঞ্জনান্ত ‘য়’ হয় তবে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে না। যেমনঃ-
বিজয়=বিজয় দূর্জয়=দুর্জয়
বিনয়=বিনয় হৃদয়=রিদয়। ইত্যাদি
3. মধ্য-অ ধ্বনি যদি ‘হ’ নিহিত ‘অ’ ধ্বনি হয় তবে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে না। যেমনঃ
অহমিকা=অহমিকা
বহতা=বহতা
সহমরণ=সহমরণ। ইত্যাদি
4.শব্দের শুরুতে যদি ‘অ’ উপসর্গ থাকে তাহলে মধ্য-অ এর উচ্চারণ ‘ও’ এর মত হবে না। যেমনঃ
অতল=অতল অসম=অসম
অধর=অধর অধরা=অধরা। ইত্যাদি
মন্তব্যসমূহ