বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

 ‘ই-কার’ এর নিয়ম
 1. ‘ইন’ ভাগান্ত শব্দের শেষে ‘তা’ কিংবা ‘ত্ব’ যুক্ত হলে ‘ইন’ এর ‘ন’ লোপ পায় এবং ‘ই-কার’ হয়। যেমন‍ঃ-
                                      মন্ত্র+ইন+ত্ব=মন্ত্রিত্ব
                                      সহযোগ+ইন+তা=সহযোগিতা
                                      দায়+ইন+ত্ব= দায়িত্ব

 2. তৎসম শব্দের প্রাতিপাদিক [বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপাদিক বলা হয়] রূপ যদি সমাসবদ্ধ হয় তবে পূর্বের ‘ঈ-কার’ ‘ই’ কারে পরিণত হবে। যেমনঃ

                                    মন্ত্রী+সভা=মন্ত্রিসভা
                                    প্রানী+বিদ্যা=প্রানিবিদ্যা

 3. অর্ধ-তৎসম ও বাংলা শব্দে ‘ই-কার’ হয়। যেমনঃ
                            
                    গিন্নি,বাড়ি,গাড়ি,শাড়ি ইত্যাদি

 4. বাংলা ই-প্রত্যয়জাতশব্দ, দেশের নাম ও জাতির নামে ই-কার হয়। যেমনঃ

                  চিন, ইরানি, ইংরেজি, বাঙালি ইত্যাদি

 5. সকল বিদেশী শব্দে ই-কার হয়। যেমনঃ

                  গরিব, একাডেমি, হেনরি, লাইব্রেরি ইত্যাদি

  তবে কোন কিছুর নামে ঈ-কার ব্যবহার করা হলে তার পরিবর্তন হবে না। যেমনঃ

               বাংলা একাডেমী বানানে ঈ-কারই ব্যবহার করতে হবে।

ঈ-কার এর নিয়ম

 1. তৎসম ‘ইন’ প্রত্যয়জাত শব্দের ‘ইন’ এর স্থানে ‘ঈ-কার’ হবে। যেমনঃ

                          মন্ত্র+ইন=মন্ত্রী                     কর্ম+ইন=কর্মী
                          ধর্ম+ইন=ধর্মী                     বিদেশ+ইন=বিদেশী

 2. স্ত্রী প্রত্যয় ‘ঈ’ যুক্ত শব্দে ঈ-কার হবে। যেমনঃ

                                                   কিশোর+ঈ=কিশোরী
                                                   মানব+ঈ=মানবী

 3. অঙ্গ বাচক শব্দে ‘ঈ-কার’ হয়। যেমনঃ 

                                       অর্ধঙ্গী,সুকেশী,সুকণ্ঠী ইত্যাদি

 4. সন্ধিতে ই+ই=ঈ  হয়। যেমনঃ
                                       অতি+ইন্দ্র=অতীন্দ্র
                                       রবি+ইন্দ্র=রবীন্দ্র
                                       
 5. কিছু কিছু শব্দে নিত্য ‘ঈ’ হয়। যেমনঃ
                                                হীরা,নীলা ইত্যাদি


                                                                            মোঃ পারভেজ আহম্মদ



                                            

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ