বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ
বিদেশী শব্দের বাংলা প্রতিবর্ণীকরণ
1. ইংরেজিতে A=এ্যা এবং E= এ হবে। যেমনঃ
Bed=বেড
Bad= ব্যাড
তবে শব্দের মধ্যে স্বরচিহ্ন হিসেবে ব্যবহৃত হলে A= এ হবে। যেমনঃ Advocate= এ্যাডভোকেট
2. S থাকলে ‘স’ হবে। যেমনঃ Bus= বাস
Sh থাকলে ‘শ’ হবে। যেমনঃ
Shame =শেইম
Brush=ব্রাশ
St থাকলে ‘স্ট’ হবে। যেমনঃ
Stare=স্টার
Store=স্টোর
তবে কিছু কিছু ক্ষেত্রে S থাকলে ‘শ’ হয়। যেমনঃ
Sugar=শুগার
Pressure=প্রেশার
3. Ch এর উচ্চারণ যেখানে ‘চ’ সেখানে ‘চ’। যেখানে ‘ক’ সেখানে ‘ক’ আবার যেখানে ‘শ’ সেখানে ‘শ’ হবে। যেমনঃ
Ch=‘চ’=Chance=চান্স
Ch=‘ক’= Chemical=কেমিক্যাল
Ch=‘শ’=Machine=মেশিন
4. আরবি এবং ফারসি শব্দের ক্ষেত্রে
س এবং ص থাকলে ‘স’ হবে। যেমনঃ সামাদ,সাত্তার ইত্যাদি
ج , ذ , ظ থাকলে জ/য হবে। যেমনঃ নামায, ফরয ইত্যাদি
ش থাকলে ‘শ’ হবে। যেমনঃ শিরক,এশা ইত্যাদি
5. এ/ই ভাগান্ত বিদেশী শব্দে ‘ই’ কার হবে। যেমনঃ লাইব্রেরী, আমিন, বুখারি ইত্যাদি
মোঃপারভেজ আহম্মদ
মন্তব্যসমূহ