বাংলায় ’ম-ফলা’ এবং ‘য-ফলা‘ এর উচ্চারণ
‘ম-ফলা’ এর উচ্চারণ
1. ম-ফলা যে ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয় সেই ধ্বনির দ্বিত্ব উচ্চারণ হয়। যেমনঃ
পদ্ম=পদ্দোঁ
আত্মা=আত্তাঁ।ইত্যাদি
2. ম-ফলা যদি ন/ণ/ল/ এবং ব এর সাথে উচ্চারিত হয় তবে তার উচ্চারণ অবিকৃত থাকে। যেমনঃ-
চিন্ময়=চিন্ময়
উন্মাদ=উন্মাদ
শাল্মলী=শাল্মলি।ইত্যাদি
3. শব্দের আদিতে ম-ফলা থাকলে তার উচ্চারণ হয় না। যেমনঃ
স্মৃতি= সৃঁতি
স্মরণ=সঁরন।ইত্যাদি
য-ফলার উচ্চারণ
1. য-ফলা যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ দ্বিত্ব হবে। যেমনঃ-
বিদ্যা=বিদ্দা
পূন্য=পুন্নো
গদ্য= গদ্দো
ধন্য= ধন্নো।ইত্যাদি
2. ‘হ’ এর সাথে ‘য-ফলা’ যুক্ত হলে তার উচ্চারণ ‘জ্ঝ্’ এর মত হবে। যেমনঃ-
সহ্য= সজ্ঝো
গ্রাহ্য=গ্রাজ্ঝো। ইত্যাদি
মোঃ পারভেজ আহম্মদ
মন্তব্যসমূহ