বাংলায় অন্ত-অ এর উচ্চারণ
‘অন্ত-অ’
শব্দের শেষে অবস্থিত ‘অ’ ধ্বনিকে বলা হয় অন্ত-অ। বাংলা উচ্চারণে অন্ত-অ এর নিয়ম সমূহ নিচে প্রদান করা হলঃ
1. শব্দের শেষ বর্ণটি যদি যুক্তবর্ণ হয়। তবে যুক্তবর্ণের অন্তর্ণিহিত ‘অ’ ধ্বনিটির উচ্চারণ ‘ও’ এর মত হবে। যেমনঃ
দন্ত=দন্তো
জীবন্ত=জীবন্তো
বৃন্ত=বৃন্তো। ইত্যাদি
2. পরপর দুইটি অ-কারান্ত ধ্বনি থাকলে দ্বিতীয় ‘অ’ ধ্বনিটির উচ্চারণ ‘ও’ এর মত হবে। যেমনঃ
কত=কতো
যত= যতো
তত=ততো। ইত্যাদি
3. শেষে ‘অ’ ধ্বনির পূর্বে ঋ-কার, র-ফলা, অথবা ‘ ং’ থাকলে অন্ত-অ ধ্বনির উচ্চারণ ‘ও’ এর মত হবে। যেমনঃ-
কৃশ=কৃশো মৃত=মৃতো
শ্রম=শ্রোমো ব্রত=ব্রোতো। ইত্যাদি
4. বর্তমানে নিন্মোক্ত শব্দগুলির অন্ত-অ ধ্বনির উচ্চারণ ‘ও’ এর মত হয়। যেমনঃ
** ঋ-কারের পরঃ- তৃণ=তৃণো, বৃষ=বৃষো
** ঐ-কারের পরঃ- হৈম=হৈমো, শৈল=শৈলো
** শেষে ‘হ’ হলেঃ- স্নেহ=স্নেহো, দেহ=দেহো। ইত্যাদি
মোঃ পারভেজ আহম্মদ
মন্তব্যসমূহ