বাংলায় ‘ব-ফলা’ এবং বিসর্গের উচ্চারণ
‘ব-ফলার উচ্চারণ’
1. শব্দের সাথে ‘ব-ফলা’ থাকলে সাধারনত তার দ্বিত্ব হয়। যেমনঃ-
বিশ্বাস=বিশ্শাশ
বিদ্ব্যান=বিদ্দান।ইত্যাদি
2. শব্দের আদিতে ব-ফলা থাকলে তার উচ্চারণ হয় না। যেমনঃ-
স্বাধীন=সাধিন
ত্বক=তক্।ইত্যাদি
3. ‘উৎ’ উপসর্গ যোগে গঠিত শব্দে ‘ব-ফলার’ উচ্চারণ অবিকৃত থাকে। যেমনঃ-
উদ্বেল=উদ্বেল
উদ্বাহু=উদ্বাহু।ইত্যাদি
4. ‘হ’ এর সাথে ‘ব-ফলা’ থাকলে তার উচ্চারণ ‘ওয়া’ এর মত হয়। যেমনঃ-
জিহ্বা=জিওভা
আহ্বান=আওভান।ইত্যাদি
বিসর্গের উচ্চারণ
1. বিসর্গের উচ্চারণ অনেকটা ‘হ’ এর মত। যেমনঃ-
আঃ=আহ্
বাঃ=বাহ্।ইত্যাদি
2. শব্দের শেষে অবস্থিত বিসর্গের উচ্চারণ হয় না। যেমনঃ-
বিশেষতঃ= বিশেশত/বিশেষত
3. পদের মাঝে বিসর্গ থাকলে পরবর্তী ব্যাঞ্জনের দ্বিত্ব হয়। যেমনঃ
দুঃখ=দুখ্খো
নিঃশেষ=নিশ্শেষ। ইত্যাদি
মোঃ পারভেজ আহম্মদ
মন্তব্যসমূহ