কম্পিউটারে বাংলা সমস্যা ও তার সহজ সমাধান

কম্পিউটারে বাংলা সমস্যা ও তার সহজ সমাধান


 আমাদের ‍অনেকেই mozilla firefox, google chrome বা comtBird ব্যবহার করে থাকি। অনেক সময় আমরা কোন বাংলা পড়তে গেলে নানা সমস্যার সম্মুখীন হই। যেমন
                                        1.যুক্ত বর্ণ গুলি ভেঙ্গে যায়।
                                        2. অক্ষর ছোটবড় আসে 
অথবা বাংলা ফন্ট দেখলে তাকে চেনাই যায় না।এরুপ সমস্যা থেকে সমাধানের জন্য আমাদের প্রথমে একটি ফন্ট ডাউনলোড করতে হবে। সকলের স‍ুবিধ‍ার জন্য ফন্টটি এখানে দেওয়া হল।
                         Download Font From Here...... 

 এই ফন্টটির নাম Siyamrupali.ফন্ট ডাউনলোড করলেই চলবে ইন্সট্রল করার ঝামেলা করা লাগবে না। এর পর আমাদের আসল কাজ শুরু করতে হবে। নিচে করনীয় কাজগুলি তুলে ধরা হলঃ

                  প্রথমে আপনার  ব্যবহৃত  mozilla firefox/google chrome/comtBird ওপেন করুন। তারপর Tools  মেনুতে গিয়ে Option Button এ ক্লিক করুন। তারপর যে বক্সটি ওপেন হবে তার উপরের দিকে  Content বক্স এ ক্লিক করুন এবং নিচের ছবির মত করে আপনার option গুলি ঠিক করে নিন।.....
                   
 ছবিটি দেখতে সমস্যা হলে ডাউনলোড করে বড় করে দেখতে পারেন।যাইহোক এখানে সবগুলি বক্স এ টিক চিহ্ন দেওয়া লাগবে এবং ফন্ট হিসেবে Siyam Rupali  সিলেক্ট করতে হবে। হয়ে গেলে আপন‍াকের  Advanced বাটনে ক্লিক করুন। তারপর যে বক্সটি আসবে সেটি নিচের ছবির মত করে সাজান.............
ছবিটি দেখতে সমস্যা হলে ডাউনলোড করে বড় করে দেখতে পারেন। ছবির মত করে আপনার  option গুলি সাজানোর পর  ok  দিতে দিতে বের হয়ে আসুন।তারপর দেখুন আপনার mozilla firefox, google chrome বা comtBird   এ বাংলা সমস্যা খতম হয়ে যাবে In Shaa Allah.


                                                                        

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ