পোস্টগুলি

অক্টোবর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বব ডিলান

ছবি
বব ডিলান ২০১৬ সালে সাহিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন গীতিকবি ও গায়ক রবার্ট আ্যালেন জিমারম্যান(বব ডিলান)।আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।তিনি সাহিত্যে নোবেল প্রাপ্ত ১১৩ তম ব্যক্তি।জর্জ বার্নার্ড ’শ এর পর ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে একাধারে অস্কার এবং নোবেল পুরস্কার লাভ করেন বব ডিলান।তিনি ২০০১ সালে  “ওয়াণ্ডার বয়েজ”  সিনেমার জন্য সেরা সঙ্গীত বিভাগে অস্কার পুরস্কার লাভ করেন।১৯৭১ সালে আয়োজিত ”কনসার্ট ফর বাংলাদেশ” নামক সঙ্গীত অনুষ্ঠানে বব ডিলান ৫টি গান গেয়েছিলেন।