বব ডিলান

বব ডিলান


২০১৬ সালে সাহিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন গীতিকবি ও গায়ক রবার্ট আ্যালেন জিমারম্যান(বব ডিলান)।আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।তিনি সাহিত্যে নোবেল প্রাপ্ত ১১৩ তম ব্যক্তি।জর্জ বার্নার্ড ’শ এর পর ইতিহাসের দ্বিতীয় ব্যক্তি হিসেবে একাধারে অস্কার এবং নোবেল পুরস্কার লাভ করেন বব ডিলান।তিনি ২০০১ সালে “ওয়াণ্ডার বয়েজ” সিনেমার জন্য সেরা সঙ্গীত বিভাগে অস্কার পুরস্কার লাভ করেন।১৯৭১ সালে আয়োজিত ”কনসার্ট ফর বাংলাদেশ” নামক সঙ্গীত অনুষ্ঠানে বব ডিলান ৫টি গান গেয়েছিলেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ