পোস্টগুলি

মে, ২০১৫ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

স্মৃতির পাতায় ইসলামিক স্টাডিজ

স্মৃতির পাতায় ইসলামিক স্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ১৯১২ সালের ২৭ মে বঙ্গীয় সরকার কর্তৃক ১৩ সদস্য বিশিষ্ট নাথান কমিটি গঠিত হয় যার অন্যতম প্রধান সদস্য ছিলেন তৎকালীন ঢাকা মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শামসুল উলামা আবু নসর মুহম্মদ ওহীদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাকালীন হেড অব ডিপার্টমেন্ট ছিলেন । প্রথমে নাথান কমিটি ইসলামিক স্টাডিজ বিভাগকে একটি অনুষদ করার প্রস্তাব উপস্থাপন করে এবং সন্মান কে BI( ব্যাচেলর অব ইসলামিক স্টাডিজ ) এবং মাস্টার্সকে MI( মাস্টার্স অব ইসলামিক স্টাডিজ ) করার প্রস্তাব রাখেন । কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনিচ্ছায় দুটি দাবিই ভেস্তে যায় এবং তা BA ও MA করা হয় । স্যার শামছুল উলামা আবু নসর মুহম্মদ ওহীদ আসামের শিক্ষামন্ত্রীর দ্বায়িত্বও পালন করেছেন ।

লাল নীল দীপাবলি

ছবি

অসমাপ্ত আত্মজীবনী

ছবি
Click On the Photo to Download The Unfinished Memoirs in Bangla................... অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখিত আত্মজীবনী মূলক প্রথম গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’।২০১২ সালের জুন মাসে বইটি ‘দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড’ থেকে প্রকাশিত হয়।বইটির প্রকাশক মহিউদ্দিন আহমেদ,প্রচ্ছদ সমর মজুমদার এবং গ্রন্থস্বত্ব ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’।ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইংরেজি বিভাগের অধ্যাপক ড.ফকরুল আলম স্যার ‘The Unfinished Memoirs’  নামে বইটির ইংরেজি অনুবাদ করেন।১১ অক্টোবর ২০১৮ সাল পর্যন্ত বইটি মোট ৮টি ভাষায় অনুবাদ করা হয়।সর্বশেষ স্প্যানিশ ভাষায় অনুদিত হয়।হিন্দি ভাষায় বইটি অনুবাদ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রাণলায়।১৯৬৭-১৯৬৯ সালে কারাকারে থাকাকালীন বঙ্গবন্ধু বইটি লেখেন।বইটি লিখতে বঙ্গবন্ধুকে প্রেরণা দেন তার স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালে ফজলুল হক মনির ড্রয়ার খেকে এর মূল পাণ্ডুলিপি সংগ্রহ করেন।২০০৭ সালের ৭ আগস্ট সাব জেলে থাকাকালীন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বইটির ভূমিকা লেখেন।বইটিতে...

Paragraph on Child labor In Bangladesh

Child labor In Bangladesh Child labor is one of the major problems in developing countries including Bangladesh. If a child is made to work from, an early age with no scope of going to school is called child labor. There are several causes of child labor. Poverty is the main cause of it. Because of poverty, children have to engage themselves in different risky works with a view to earning their livelihood.  According to UNICEF, the total number of children in Bangladesh is 61.3 millions. A survey of BIDS, the number of street children is 6,79,728 and this number will increase in 11,44,754. In fact, it is a alarming news for Bangladesh. It is estimated that the number of worker children in Bangladesh is 7.4 millions. The number of children who work as servant at household is 50,000.  It is impossible to take any kind of progressive activities due to child labor. It is a great hindrance to the national development for any country. Government can provide the rules for sa...

Paragraph on How to use Internet

How to use Internet Internet has been the most useful technology of the modern times which helps us not only in our daily lives, but also all personal and professional lives developments. The Internet helps us achieve this in several different ways. If we want to use internet we should need some things including internet connectionable device, internet connection(modem, Broadband,WiFi etc.), browser (internet explorer, Mozilla Firefox, Google chrome etc)search engine(google,yahoo,msn etc,) web site such as-(www.education.com,  www.prothom-alo.com  etc.) Firstly  we should  connected the device to the internet. Then we should open the browser and open search engine. Then we should write the web site or our needed think onto the search engine. By this way we can use internet.

Paragraph on Gender discrimination

Gender discrimination Gender discrimination means to create difference between men and women. Specially in the third world countries women is considered inferior to men. In spite of their having merits and capabilities, they are not  given what they deserve. They are working in the family and out side  the family, but their contribution is not seen with due honour. There are various reasons why women are not given equal rights. Firstly most of the people of our country are not educated. They fail to see the potentialities of the women and the contribution they have made in different sectors of our life.Secondly people of our country are superstitious. They do not know their religion properly. In religion men and women have been given equal position. But in the name of religion they try to dominate over women and do not give opportunity to flourish. Female children are the worse sufferers. Even their birth is not received warm heartedly where at the birth of male ...

Paragraph on May Day

May Day May day is a glorious day in the history of the laborers worldwide. First day of the month of May is observed as the May Day. It is observed to show respects to demands of the laborers. The history behind it is very sorrowful. On May 3,1886, some workers gathered in demand of a minimum wage, safety laws, and eight hour work hours in a working day. Police fired in the crowd of strikers at the Mc Comick Harvest Machine Company, Chicago. Here at least one people was killed and some others were seriously wounded. At the beginning of Industrial Revolution people had to work long hours both day and night. It was simply inhuman. It stopped when all laborers stood up. If the workers would not stand up and demand their rights, their future generation would fail to enjoy all the productive privileges of the present day laborers. The day is most important for all the laborers both manual and mental worldwide. We need to observe it quite...