ICT---Data Communication
Data Communication Data Communication বা তথ্য যোগাযোগ মাধ্যম তিন ধরনের হয়ে থাকে। যথাঃ 1. Simplex 2. Half-Duplex 3. Full-Duplex Simplex: একমুখী যোগাযোগ মাধ্যমকে Simplex বলা হয়। যেমনঃ রেডিও, টেলিভিশন ইত্যাদি।এ মাধ্যমে কেবল একপ্রান্ত থেকে রেসপন্স পাওয়া যায়। Half- Duplex : এটি দ্বিমুখী যোগাযোগ মাধ্যম তবে এতে একপ্রান্ত থেকে ডাটা আসার পর সেটি শেষ হওয়ার আগে অন্যপ্রান্ত থেকে ডেটা প্রেরণ করা যায় না অর্থাৎ একপ্রান্ত থেকে আসা ডেটা শেষ হওয়ার পর অন্যপ্রান্ত থেকে ডেট...