ICT---Data Communication

                                                             Data Communication

 Data Communication বা তথ্য যোগাযোগ মাধ্যম তিন ধরনের হয়ে থাকে। যথাঃ

                1. ‍Simplex 

                2. Half-Duplex 

                3. Full-Duplex


Simplex: একমুখী যোগাযোগ মাধ্যমকে Simplex বলা হয়। যেমনঃ রেডিও, টেলিভিশন ইত্যাদি।এ মাধ্যমে কেবল একপ্রান্ত থেকে রেসপন্স পাওয়া যায়।

Half- Duplex : এটি দ্বিমুখী যোগাযোগ মাধ্যম তবে এতে একপ্রান্ত থেকে ডাটা আসার পর সেটি শেষ হওয়ার আগে অন্যপ্রান্ত থেকে ডেটা প্রেরণ করা যায় না অর্থাৎ একপ্রান্ত থেকে আসা ডেটা শেষ হওয়ার পর অন্যপ্রান্ত থেকে ডেটা আসে। যেমনঃ ওয়াকি-টকি

Full-Duplex:এটি সম্পূর্ন স্বাধীন দ্বিমুখী যোগাযোগ মাধ্যম অর্থাৎ এ মাধ্যমে একই সাখে ডেটা আসা যাওয়া করতে পারে। যেমনঃ ইন্টারনেট, মোবাইল ইত্যাদি।



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ