ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান সাহিত্যকর্ম
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1. তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনিপুর জেলার বীরসিংহে জন্মগ্রহণ করেন। 2. তাঁর পারিবারিক নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তবে তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে। 3. তাঁর আত্মজীবনী ‘ আত্মচরিত’। এটি বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী। 4.তাঁর প্রচেষ্টায় ২৬ জুলাই ১৮৫৬ সালে বিধবা বিবাহ আইন পাস হয়। 5. তিনি বাংলা গদ্যের জনক। 6. তিনি বাংলা সাহিত্যে বিরাম চিহ্ন বা যতি চিহ্নের প্রবর্তন করেন। 7. ১৮৪৭ সালে ‘বেতাল পঞ্চবিংশতি’ গ্রন্থের দশম সংস্করনে বিরাম চিহ্নের প্রথম ব্যবহার করেন। 8. তিনি ১৮৯১ সালের ২৯ জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন। 9. তাঁর রচিত ‘প্রভাবতী সম্ভাষন’ বাংলা সাহিত্যের প্রথম শোকগাঁথা। 10.১৮৩৯ সালে সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন। 11. ১৮৪১ সালের ২৯ ডিসেমম্বর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড পণ্ডিত নিযুক্ত হন। @@ তাঁর অনুবাদ গ্রন্থ ** বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭) From হিন্দি ‘ বেতাল পিচ্চসি’ ...