কাজী নজরুলের প্রধান সাহিত্য কর্ম

কাজী নজরুল ইসলাম 

  1.   কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে, ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
  
  2.  তাঁর পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন।
  
  3.  ১২ বছর বয়ষে তিনি লেটোর গানের দলে যোগদান করেন।তিনি পালা গান রচনা করতেন।
  
  4.  তিনি ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধে ৪৯ নং বাঙালি পল্টনে যোগদান করেন।

  5.  তিনি বাংলাদেশের রণ সঙ্গীত (চল্ চল্ চল্) এর রচয়িতা।১৯২৮ সালে ঢাকার শিখা পত্রিকায় “ 

      নতুনের গান” শিরনামে এটি প্রথম প্রকাশিত হয়।এই কবিতার প্রথম ২১ লাইন বাংলাদেশের রণ 
      
      সঙ্গীত হিসেবে গৃহীত। এবং এটি নজরুলের “সন্ধ্যা” কাব্যগ্রন্থের অন্তর্গত।

  6.  ঢাকা থেকে প্রকাশিত তাঁর প্রথম কবিতা ‘অভিজান’ যা ‘সিন্ধু হিন্দোল’ কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

  7.  ১৯২২ সালে ‘ধুমকেতু’ পত্রিকার পূজা সংখ্যায় ’আনন্দময়ীর আগমনে’ কবিতা প্রকাশিত হলে    
      
     তিনি জেলে যান।



  8.  রবীন্দ্রনাথ তাঁর ‘বসন্ত’ গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করেন।

  9.  তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ ‘ব্যাথার দান’(ফেব্রু-১৯২২) 
  
  10. প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘অগ্নি বীণা’(সেপ্টেম্বর ১৯২২)

  11. তাঁর প্রথম প্রকাশিত গল্প/রচনা ‘বাউণ্ডেলের আত্মকাহিনী’ (১৩২৬ বঙ্গাব্দ)
  12. তার প্রথম প্রকাশিত কবিতা ‘মুক্তি’ (১৩২৬ বঙ্গাব্দ)

  13. প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ ‘ব্যাথার দান’ (ফেব্রু-১৯২২) মোট গল্প ৬টি।

  14. প্রথম প্রকাশিত উপন্যাস ‘বাঁধন হারা’(১৯২৭)

  15. প্রথম প্রকাশিত প্রবন্ধ ‘তুর্কি মহিলার ঘোমটা খোলা’

  16. প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ ‘যুগবাণী’(অক্টোবর ১৯২২)

  
  17. প্রথম প্রকাশিত নাট্যগ্রন্থ ‘ঝিলিমিলি’

  18. প্রথম প্রকাশিত নাটক ‘ঝিলিমিলি’
  
  19. রাজ বন্দির জবানবন্দি প্রবন্ধটি তিনি জেলে বসে লেখেন।

  20.তিনি তার ‘অগ্নি বীণা’ কাব্যগ্রন্থটি বিপ্লবী রবীন্দ্র কুমার ঘোষকে উৎসর্গ করেন।

  21. তিনি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস ‘বাঁধন হারা’ রচনা করেন। এখানে মোট ১৮টি পত্র ছিল।

  22.তাঁর শ্রেষ্ঠ কবিতা সংকলন ‘সঞ্চিতা’(৭৮ টি কবিতা ও গানের সংকলন) রবীণ্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।

  23.তিনি ১৯৫৯ সালে ইরানের কবি ওমর খৈয়ামের ‘রুবাইয়াৎ’ কবিতা গ্রন্থ বাংলায় অনুবাদ করেন এবং এর নাম দেন ‘রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম’। উল্লেখ্য য়ে, এই অনুবাদ গ্রন্থের ভূমিকা লেখেন বিখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলী।

  24.তাঁর রচিত জীবনী গ্রন্থ-
a.  চিত্তনামা(১৯২৫)-দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের জীবনী।
b.  মরুভাস্কর(১৯৫০)-মহানবী(স) এর জীবনী।সর্গ-৮ এবং ১৮ খণ্ড। 

  25.তিনি ধ্রুব চলচিত্রে অভিনয় করেন।

  26.বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় তাঁর স্থান ৩য়।

  27.১৯২০ সালের ১২ জুলাই তিনি কমরেড মোজাফ্ফর আহমেদ এর সাথে যৌথভাবে দৈনিক নবযুগ পত্রিকা সম্পাদনা করেন।উল্লেখ্য যে এই পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন শের-ই-বাংলা এ. কে. ফজলুল হক।

  28.তিনি ১৯২২ সালে ধুমকেতু পত্রিকার সম্পাদনা করেন।এ পত্রিকায় রবীন্দ্রনাথ লিখতেন –

 ‘কাজী নজরুল ইসলাম কল্যানীয়েসু,আয় চলে আয়রে ধুমকেতু,আঁধারে বাধ অগ্নিসেতু, দুর্দিনের এই দুর্গশিরে উড়িয়ে দে তোর বিজয়কেতন।’ উল্লেখ্য যে এই পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতা প্রকাশিত হয়।

  29. ১৯৭২ সালের ২৪ মে তাকে বাংলাদেশে আনা হয়।

  30. ১৯৭৪ সালে তাকে জাতীয় কবির মর্যাদা  দেওয়া হয়।

  31. ১৯৭৬ সালের জানুয়ারী মাসে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করেন।

  32.তিনি কল্লোল যুগের কবি ছিলেন।

  33.তিনি ২৯ আগস্ট ১৯৭৬, ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দে ঢাকার পিজি হাসপাতালে মৃত্যু বরণ করেন। তঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবর দেওয়া হয়।

  34.তাঁর ছদ্মনাম ‘ ধুমকেতু’


  Ø  উপন্যাস(৩টি)
মনে রাখার কৌশলঃ বাঁধনহারা ছেলেটি কুহেলিকাকে দেখে মৃত্যুক্ষুধায় ছটফট করতে লাগল।

a.      বাঁধনহারা (১৯২৭ সালে প্রকাশিত এটি কবির প্রথম উপন্যাস)
b.     মৃত্যুক্ষুধা (১৯৩০)
c.      কুহেলিকা (১৯৩১)

  Ø  পত্রিকা(৩টি)
মনে রাখার কৌশলঃ নজরুল লাঙল দিয়ে ধুমকেতুর চাষ করে নবযুগ আনলেন।
a.      লাঙল
b.      ধুমকেতু
c.       নবযুগ
  Ø  গল্পগ্রন্থ
a.      ব্যাথার দান [এটি কবির প্রথম গল্পগ্রন্থ]
b.     রিক্তের বেদন
c.      শিউলিমালা
  Ø  নাটক
a.      ঝিলিমিলি [এটি কবির প্রথম নাটক]
b.     আলেয়া
c.      মধুবালা
d.     পুতুলের বিয়ে
e.      ঝড় [কাব্যনাট্য] 
  Ø  প্রবন্ধ
a.      যুগবানী [১ম]
b.     ঝিঙ্গেফুল
c.      দুর্দিনের যাত্রী
d.     রুদ্র মঙ্গল
e.      ধুমকেতু
  Ø  কাব্যগ্রন্থ
1.     অগ্নিবীণা [১ম]             8. দোলনচাপা                    14. সর্বহারা
2.     বিষের বাঁশী                 9. চক্রবাক                        15.ফনিমনসা
3.     মরুভাস্কর                   10. সন্ধ্যা                          16. ভাঙ্গার গান
4.     ছায়ানট                      11. প্রলয় শিখা                   17. সিন্দু-হিন্দোল
5.     জিঞ্জর                       12. সঞ্চিতা (১৯২৫)            18. সাতভাই চম্পা
6.     সাম্যবাদী [সাম্য প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের]        
7.     ঝিঙেফুল                  13. চন্দ্রবিন্দু 
  Ø  সঙ্গীতগ্রন্থ
a.      চোখের চাতক
b.     নজরুল গীতিকা
c.      সুর সাকী
d.     বনগীতি
  Ø  পদক
a.      জগত্তারিনী-১৯৪৫
b.     পদ্মভূষণ-১৯৬০
c.      ডি.লিট রবীণ্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়-১৯৬৯
d.     ডি. লিট ঢাকা বিশ্ববিদ্যালয়-১৯৭৪

** তাঁর দুটি কাব্য নিয়ে চলচিত্র নির্মান হয়

a.  খুকু ও কাঠবিড়ালী
b.  লিচুচোর


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ