ব্রাক অন্বেষা

ব্রাক অন্বেষা


বাংলাদেশের প্রথম কৃত্রিম ক্ষুদ্রাকৃতির উপগ্রহ বা ন্যানো স্যাটেলাইট ব্রাক অন্বেষা।২০১৭ সালের ২ জুন মহাকাশে উৎক্ষেপণের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে তা সম্ভব হয় নি ফলে ৪ জুন ২০১৭ বাংলাদেশ সময় ভোর রাত ৩টার সময় মাহাকাশে উৎক্ষেপণ করা হয় দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট “ব্রাক অন্বেষা”।এটি ৭ জুন ক্ক্ষপথে স্থাপন করা হয়। মহাকাশে বাংলাদেশের আগে দক্ষিণ এশিয়ার কেবলমাত্র ভারত এবং পাকিস্তান ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপন করেছে।এর ওজন ১ কেজি এবং দৈর্ঘ্য-১০ সেমি প্রস্থ-১০ সেমি এবং উচ্চতা-১০ সেমি।এটি ভূমি থেকে ৪০০ কি.মি উচুতে কক্ষপথে স্থাপন করা হবে।এটি পৃথিবীকে প্রতি ৯০ মিনিটে একবার এবং দিনে ১৬বার প্রদিক্ষণ করবে।প্রদিক্ষণ কালে দিনে ৪/৫/৬বার বাংলাদেশের উপরে আসবে।এর সাথে বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা যুক্ত করা হয়েছে।বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে তিনজন শিক্ষার্থী আব্দুল্লাহ হিল কাফি, রায়হানা শামস ইসলাম অন্তরা এবং মাইসুন ইবনে মনোয়ার জাপানের কিউশু ইন্সটিটিউট অব টেকনোলজিতে ন্যানো স্যাটেলাইটটি তৈরি করেছেন।স্পেসএক্স-এর ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে ন্যানো স্যাটেলাইটটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হয়।যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপণ করা হলেও এর ভুমি থেকে নিয়ন্ত্রন করা হবে ঢাকা থেকে।এর নকশা প্রণয়ন করেছে জাপানের কিয়ুশু ইনিস্টিটিউট অব টেকনোলজি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ