কারাগারের রোজনামচা



কারাগারের রোজনামচা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত আত্মজীবনী মূলক দ্বিতীয় গ্রন্থকারাগারের রোজনামচা।২০০৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থটির পাণ্ডুলিপি খুঁজে পান।বইটি ২০১৭ সালের ১৭ই মার্চ বঙ্গবন্ধুর ৯৮ তম জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবসে ঐতিহাসিক বাংলাএকাডেমী থেকে প্রকাশিত হয়।পাণ্ডুলিপি আনুযায়ী বঙ্গবন্ধু এর নাম দিয়েছিলেনথালাবাটি কম্বল/জেলখানার সম্বল।বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা বইটির নামকরণ করেনকারাগারের রোজনামচাগ্রন্থটিতে ১৯৬৬-১৯৬৮ সাল পর্যন্ত বঙ্গবন্ধুর কারাবাসের চিত্র তুলেধরেছেন।গ্রন্থটির প্রচ্ছদ শিল্পী তারিক সুজাত।বঙ্গবন্ধু এই গ্রন্থটিতে তাঁর জেল জীবনের পাশাপাশি জেল যন্ত্রনা,কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা,কেন তারা এই অপরাধে লিপ্তহলো তার কথা,তখনকার রাজনৈতিক পরিস্থিতি,আওয়ামীলীগ নেতাদের দুঃখ দুর্দশা,সংবাদ মাধ্যমের অবস্থা,শাসকগোষ্ঠীর নির্মম নির্যাতন প্রভৃতি তুলে ধরেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়েরি ইংরেজি বিভাগের অধ্যাপক ড.ফকরুল আলম স্যার বইটির ইংরেজি অনুবাদ করেন এবং তা বাংলা একাডেমী থেকেপ্রিজন ডায়েরীনামে প্রকাশিত হয়।বইটির ভূমিকা লিখেছেন বঙ্গবন্ধু কন্যা বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বইটির গ্রন্থস্বত্ব হচ্ছেজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ