সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

 


1. ২৬শে জুন ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
2. তাঁর উপাধি  ‘সাহিত্যসম্রাট
3. ‍তিনি কমলাকান্ত ছদ্মনামে লিখতেন।
4.তাঁর প্রথম কাব্যগ্রন্থ ললিতা তথা মানস (১৮৫৬)
5.তাঁর তথা বাংলাসাহিত্যের প্রথম সার্থক উপন্যাস  দুর্গেশনন্দিনি (১৮৬৫)

**তাঁর উপন্যাস
    1. দুর্গেশনন্দিনি (১৮৬৫)
    2. কপালকুণ্ডলা(১৮৬৬) -রোমান্টিকউপন্যাস
    3. মৃনালিনি
    4. বিষবৃক্ষ- সামাজিক উপন্যাস
    5. কৃষ্ণকান্তের উইল--সামাজিক উপন্যাস
    6. রাজসিংহ
    7.আনন্দমঠ--ত্রয়ী উপন্যাস
    8. দেবীচৌধুরানী---ত্রয়ী উপন্যাস
    9. সীতারাম---ত্রয়ী উপন্যাস
  10. রজনী
  11. ইন্দিরা
  12. যুগলাঙ্গুরী
  13. চন্দ্রশেখর

**প্রবন্ধ
         1. লোকরহস্য
         2. কমলাকান্তের দপ্তর
         3. বিবিধ সমালোচনা
         4. সাম্য ( বাজার থেকে প্রত্যাহার করে নেন)
         5. কৃষ্ণচরিত্র
         6. ধর্মতত্ত্ব অনুশীলন
         7. রচনার শিল্পগুন

**পত্রিকা--বঙ্গদর্শন(১৮৭২)
**উক্তি
      1. ‘ পথিক তুমি পথ হারাইয়াছ’ --কপালকুণ্ডলা
      2. ‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন’ -- কপালকুণ্ডলা

Md. Parvej Ahmmed


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ