না বলা কথা
না বলা কথা প্রেসির দেখা যে আবার পাবো এমনটা কল্পনাও করিনি ! কাল ওর সাথে আবারও দেখা হলো । স্বপ্নে ! স্বপ্ন হলেও যেন সত্য । ওর সাখে দেখা হয়েছে পুরোনো দিনের মতই । যখন ও চলে যাচ্ছিল তখন বেদনায় বুকটা ঘুমের মধ্যেও যে শূন্য হয়ে যাচ্ছিল তা আমি অনুভব করেছিলাম । ওর আসল নাম প্রেসি তবে আমি ওকে পারু নাম দিয়েছিলাম । আমার সবচেয়ে প্রিয় নাম এটি । আমি নিজেও জনসমাজে পার্বতী পারু নামে পরিচিত । গত বর্ষায় প্রেসির সাথে আমার প্রথম দেখা । শুরুতেই মস্তবড় ভুল করে বসলাম । পেছন থেকে দেখেই আমার বন্ধু আসু মনেকরে সজোরে একটা চড় বসিয়ে দিলাম প্রেসির পিঠে । যখন দেখলাম নাক চ্যাপ্টা মেমে সাহেব , এটা আসু নয় তখন পালাবার আপ্রাণ চেষ্টা করেও কোনো লাভ হলো না । আমাদের দেশের বাঙালী বাবুরা ততক্ষণে আমায় ঘিরে ফেলেছে । এখন শুধু অনুমতির পালা । প্রেসি অনুমতি দিলেই বাবুরা আমাকে আলুভর্তা করে ফেলবে । কিন্তু ঘটনা হলো অন্যরকম । প্রেসি নিজেই আমাকে রক্ষা করলো । ”Don’t Worry. It’s not a problem. Please leave h...