জসীমউদ্দীন
১৯২০ কি ১৯২১ সালের কথা,সমগ্র কোলকাতায় হৈ চৈ পড়ে গিয়েছে দশম শ্রেণী পড়ুয়া ছেলের কবিতায়, আর পাঠ্যপুস্তক কমিটিও
ডিগ্রি ক্লাসে পাঠ্যভুক্ত করে ফেললো কবিতাটি, সেই সাথে তিনিও হয়ে গেলেন পৃথিবীর প্রথম সৌভাগ্যবান কবিদের
মধ্যে অন্যতম কবি যিনি নিজের লেখা কবিতার প্রশ্নোত্তর লিখে ডিগ্রি পাস করেন।এরপর ড.সেন এর
উপযুক্ত শিষ্য হিসেবে বাংলার জেলাগুলোর বিশেষভাবে ফরিদপুর ও ময়মনসিংহ জেলার মানুষের মুখে
পঠিত গীত-পুঁথি সংগ্রহ ও গবেষণা (কাব্য-লোকগাথা) করেন এবং লোকসংস্কৃতির উপাদান
প্রত্যক্ষ করেন। প্রকৃতি উত্সারিত স্বাভাবিক ও মৌলিক লোকজ ধারাটি তাঁর আগে আর
কেউ তেমন সহজভাবে আধুনিক কাব্যধারার সঙ্গে এক করতে সক্ষম হননি। তিনি ছিলেন আপদমস্তকে খাঁটি কবি এবং তাঁর অমর সাহিত্যকর্মই কালজয়ী ইতিহাস।তিনি আমাদের পল্লীকবি জসীম উদ্দীন।
১. কবিতা সমগ্র
মন্তব্যসমূহ