ICAN(আইক্যান)


ICAN(আইক্যান)
International Campaign to Abolish Nuclear Weapons বা  ICAN. ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে ১৯৮৫ সালে শান্তিতে নোবেল বিজয়ী সংস্থা “International Physicians for the Prevention of Nuclear War”ফিনল্যাণ্ডের হেলসিঙ্কিতে তাদের দ্বিবার্ষিক কংগ্রেসে ICAN প্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে।২০০৭ সালের ২৩ এপ্রিল অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে ICAN প্রতিষ্ঠার জন্য তহবিল গঠন করা হয় এবং ২০০৭ সালের ৩০ এপ্রিল অস্ট্রিয়ার ভিয়েনা শহরে Treaty on the Non-Proliferation of Nuclear Weapons এর রাষ্ট্র সমূহের সভার মাধ্যমে ICAN  প্রতিষ্ঠিত হয়। এটি একটি অমুনাফাভোগী সংস্থা।এর সদরদপ্তর সুইজারল্যাণ্ডের জেনেভায় অবস্থিত।১০১টি সদস্য রাষ্ট্রের মোট ৪৬৮টি অংশিদারি প্রতিষ্ঠান এর সদস্য।তন্মোধ্যে বাংলাদেশের দুটি প্রতিষ্ঠান...PSR  বা Physician For Social Responsibility(১৯৬১) এবং  CBS বা  Center For Bangladesh Studies আইক্যান এর সদস্য। ICAN এর মূল লক্ষ্য হলো পৃথীবি থেকে পরমানু অস্ত্র দূর করা এবং বিশ্বকে  Nuclear Weapons Free করা।পরমানু অস্ত্রের ভয়াবহ পরিণতির প্রতি দৃষ্টি আকর্শন করা এবং এই অস্ত্রকে নিষিদ্ধ করার জন্য চুক্তি সম্পাদনের চেষ্টার জন্য সংস্থাটি ২০১৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।উল্লেখ্য যে ৭ জুলাই ২০১৭ তারিখে এই সংস্থার উদ্যেগে ১২২টি দেশ পারমানবিক অস্ত্র নিষিদ্ধ করণ চুক্তিতে স্বাক্ষর করে। ICAN এর বর্তমান নির্বাহী  পরিচালক বিয়াত্রিচ ফিন যিনি সুইডেনের নাগরিক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ