পিতা


পিতা(১৩.০৬.২০১৪)

জগতে পিতামাতার স্নেহ বা আদর কোনটাই বদির ভাগ্যে জুটে নাইভূমিষ্ঠ হইবার পূর্বেই পিতামাতার বিচ্ছেদ বদির ভাগ্য থেকে পিতৃস্নেহ ছিনিয়া লইয়াছেভূমিষ্ঠ হইবার পর পিতার পরিচয় পাইলেও পিতার সহিত তাহার সাক্ষাত হইয়া ওঠে নাইসুতরাং পিতাকে সে নামে চিনিলেও বাস্তবে চিনে না


জগতে আসিবার পূর্বেই যাহার পিতৃস্নেহ বিলীন হয় উহার ভাগ্য কতটা সুপ্রসন্ন কেবলমাত্র বিধাতাই তাহা বলিতে পারেনকোন মানুষের পক্ষে তাহা অনুধাবন করা সম্ভব নয়আর সম্ভব নয় বলেই বদির ভাগ্য তাহাকে দ্বিতীয়বার ফাঁকি দিলতাহার মাতার দ্বিতীয় বিবাহ তাহাকে নিঃশ্ব করিয়া দিলজগতে তাহার আর কিছুই রইল নাএরুপ পরিস্থিতিতে উহার চিরবিদায় হইলেও আকস্মিক হইবার কিছুই ছিল নাকিন্তু বিধাতা তাহা করেন নাইবোধ করি এই না করার পেছনে গভীর কোন রহস্য লুকায়িত আছে যাহা আমাদের পক্ষে উদঘাটন করা সম্ভব নয়

কঁচি মন পিতামাতার অভাব বুঝিতে পারে নাপিতামাতার স্নেহ আবশ্যক নয় আবশ্যক একটুখানি স্নেহ তাছাড়া যেখানে কোন পাওয়া নাই সেইখানে না পাওয়ার অনুভূতি আসিবার প্রশ্নই ওঠে নাপিতামাতা না থাকিলেও দুঃখ নাই কেননা গ্রামের সকলেই তাহার অতি আপনজনবদির প্রতি তাহাদের স্নেহ ভালবাসার কমতি নাইলেখাপড়াতে তিাহার কমতি নাইপরীক্ষার ফলাফল দেখিলে বুঝিবার ইপায় নাই যে এই বালকের পিতামাতা থাকিয়াও নাইবদির বর্তমান ঠিকানা তার মাতামহের বাড়িএকমাত্র নানিই তাহার অভিবাবক গাঁয়ের সকলের ছোট খাট কাজগুলি বদি নিজহস্তে করিয়া দেয়ইহার বিনিময়ে সে পয়শা পায়উহা দ্বারা তাহার পাঠশালার খাতা কলম কিনিবার ব্যবস্থা হয়আদব-কায়দায় বদি গাঁয়ের শ্রেষ্ঠ সন্তানঅন্যান্য পিতা-মাতারা তাহাদিগের সন্তানদেরকে বদির মত হইবার নির্দেশ দেয়বয়ষে ছোট হইলেও তাহার অনেক কাজমাঝে মধ্যে সে গাঁয়ের মালিকানাহীন ডোবার পানি সরাইয়া মাছ ধরেইহা বিক্রি করিয়া তাহার স্কুলের টিফিনিরে পয়সা জোগাড় হইয়া যায়

আজ বদি ৬ষ্ঠ শ্রেনীতে উঠিয়াছেগাঁয়ের সকলেই তাহাকে বাহবা দিচ্ছে
-কি বদি সিক্সে উইটা গেলা?
--চাচা
-ভাল-ভাল,মনদিয়া পড়ালেহা কর মিয়া,তোমারে কিন্তু আর্মি অওন লাগবো
-জ্বি চাচা, দোআ কইরেন
-তোমার মায়ে কি খবর পাইছে?
-কইতে পারি না
-এহন যাও কই?
-হাটে যামু চাচামনি চাচায় কইছে আইজ অইতে আমার কোন কাম নাই আমার কাম অইলো চাচার লগে তার কাঁচা তরকারি দোকানে থাকাইস্কুলের মাইনেও চাচায় দিব লগে তিনবেলা খাওন
-বাহ!বাহ! চমৎকার কাম পাইছো মিয়ামনিরে আল্লায় বাচায় রাহুক যাই মিয়া
-আচ্ছা চাচা

সকালে স্কুল আর বিকালে দোকানে থাকিয়া বানিজ্য করা বদির নিত্য দিনের কর্মমাস্টার মশাইয়েরা বদির অত্যন্ত আপনজনতাহাদের স্নেহ মমতা বদিকে লেখাপড়ায় বাড়িতি উৎসাহ প্রদান করিয়া থাকেমাঝে মধ্যে বদি তাহার মায়ের সহিত সাক্ষাত করিতে যায়তবে পিতার সহিত তাহার কোন সাক্ষাত আজ অবধি হইয়া ওঠে নাই 
বছর বদি অষ্টম শ্রেনীতে উঠিয়াছেমাস্টার মশাইয়েরা এবং গাঁয়ের সকলেই বলিতেছেন বদি বৃত্তি পরীক্ষা দিবেউহাকে আল্লাহ মেধা শক্তি দিয়াছেন সুতরাং বৃত্তি পরীক্ষা দেওয়াই লাগিবেস্কুলের প্রধান শিক্ষকের ভাষ্য এই যে, বদি বৃত্তি পরীক্ষা না দিলে কেউ দিতে পারিবেনাতিনি নিজে বদির পরীক্ষা দেওয়ার সকল ব্যবস্থা করিয়াছেন

যেইদিন বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হইল সেইদিন দেখা গেল বদি বৃত্তি পাইয়াছেগাঁয়ে আনন্দের কমতি নাইসকলকে খুশির খবর দিয়া মাস্টার মশাই চলিলেন মনির দোকানের তরেবদি সেখানেই রহিয়াছে খবর খানি তাহাকে দেওয়া লাগিবে
-আস্সালামুআলাইকুম স্যার
-ওয়ালাইকুমুস্ সালাম,একটা বড় খবর আছেগো বদি
-কি স্যার?
-তুমি পাশ করছ!তুমি বৃত্তি পাইয়াছ বলিয়া মাস্টার মশাই বদিকে বুকে জড়াইয়া লইলেনতাহার দুচোখের বারি স্বীয় বাধা না মানিয়া চক্ষু হইতে বাহির হইয়া গেল
বিকালে একজন ভদ্রলোক দোকানে আসিলেন এবং বদিকে নানারুপ প্রশ্ন করিতে লাগিলেন...
-তোমার নাম কি বাবা?
-বদি,আমার নাম বদিতয় আপনি কে চাচা?
-তোমার পিতার নাম কি?
বদি তাহার পিতার নাম বলিলঅতঃপর লোকটি তাহার মাতার নাম ঠিকানা জানতে চাইলে বদি তাহা মাতার নাম এবং বর্তমান ঠিকানা বলিল এবং বলিল
-আপনে কিন্তু আপনার পরিচয় দেননাই চাচা
-আমি তোমার পিতার মত, মনে কর আমিই তোমার পিতা
-কেন মনে করিব?আপনি আমার পিতা হইতে যাইবেন কেন?

লোকটি কোন উত্তর না দিয়া চলিয়া গেল এভাবে কয়েকদি কাটিয়া গেল লোকটি মাঝেমধ্যে বিভিন্ন প্রকার ফলমূল খাবার লইয়া বদির নিকট আসিতেনবদি লক্ষ্য করিল ধীরে ধীরে লোকটির প্রতি তাহার অদ্ভুত এক মায়া জন্মাইতেছেলোকটির অসম্ভব স্নেহ মমতায় বদি যেন তাহার পিতার অনুভূতি পাইতেছেআজ তিনি কিছু খেজুর লইয়া আসিয়াছেন

-কেমন আছ বাবা?
-জ্বি চাচা ভালোআপনি?
-আলহামদুলিল্লাহ,আমি ভালো আছিএই পথ দিয়া যাচ্ছিলামভাবলাম তোমার লগে একবার দেখা কইরা যাইনাও খেজুর খাও
বদি খেজুর খাইতে খাইতে বলিল
-চাচ আপনি কিন্তু আপনার সঠিক পরিচয় আজও দেন নাই
-আমার পরিচয় রাহ মিয়াতোমার জন্য একখান গরম খবর আছে মিয়া
-কি খবর?
-আমি তোমার পিতার সন্ধান পাইয়াছিঅতি শীঘ্র তাহা তোমাকে জানাইব

বদি নিশ্চুপ রহিলনা পাওয়ার বেদনা পাওয়ার আশায় সঞ্জীব হইল
দীর্ঘদিন অতিবাহিত হইয়াছেকিন্তু অজ্ঞাত লোকটি বদির সহিত সাক্ষাত করে নাএদিকে বদির আপন পিতার সহিত সাক্ষাতের জন্য আর দেরী সহ্য হয় নাপিতার সহিত সাক্ষাত হইলে সে কি বলিবে, কিভাবে তাহার দীর্ঘদিনের অভিমান ব্যক্ত করিবে মনে মনে তাহার ছক অঙ্কন করিতে করিতে বদির বর্তমান দিনগুলো অতিবাহিত হয়যেন তাহার হৃদয়ে পিতৃস্নেহ অনুভূত হইতাছে

একদিন সকালে ফজরের নামাজ পড়িয়া বদি তাহার বইপত্র গুলি ঘাটিতছিলএমন সময় একজন লোক সাইকেলে চড়িয়া এবং বদির নানিকে সালাম প্রদান পূর্বক কহিল

-মতি মিয়া আর নাইগো চাচি....
-কস কি শহীদ!কি অইছে মতির?
-কাইল রাইতে মারা গেছেতোমার নাতিরে পাঠাই দিও
বদি কিছু বুঝিতে পারিল নাভেজা গলায় কহিল
-কোন মতি নানি?
-তোর পিতা

শুনিয়া বদি স্তব্ধ হইয়া গেলএতদিন ধরিয়া পিতার সহিত সাক্ষাতের যে দীর্ঘ প্রতিক্ষা তাহা শেষ হইবার উপক্রম হইলকোন কথা না বলিয়া বদি তাহার শহীদ চাচার সহিত রওয়ানা হইলযতক্ষণে পৌঁছাইলো ততক্ষণে সকলে মতি মিয়ার গোসলের ব্যবস্থা করিতেছেবদিকে তাহার পিতাকে দেখিবার জন্য পাঠানো হইলপিতার দেহ দেখিবার মাত্রই বদি জ্ঞান হারাইলোএতক্ষণে সে বুঝিয়াছে কেন অজ্ঞাত লোকটি বদিকে তাহার পিতার সহিত সাক্ষাত করাইতে পারেনাইকেমনে পারিবে সেই যে বদির পিতা..............

পিতার সহিত প্রথম সাক্ষাতেই চিরতরে হারাইবার বেদনার পাশাপাশি এত কাছে পাওয়া সত্ত্বেও পিতাকে পিতা বলিয়া ডাকিতে না পারার বেদনায় বদির জ্ঞান হারানোই স্বাভাবিক ছিলযতক্ষণে জ্ঞান আসিল ততক্ষনে পিতাকে চিরবিদায়ের সময় হইয়াছে


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ