রোহিঙ্গা ও বাংলাদেশ
রোহিঙ্গা ও বাংলাদেশ রোহিঙ্গা পরিচিতি রোহিঙ্গা একটি ক্ষুদ্র - নৃগোষ্ঠী যারা নিজ দেশেও পরবাসী । রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলিম সম্প্রদায় । আরাকানী মুসলিমরা সেখানে হাজার বছর ধরে বসবাস করলেও বাংলাভাষী ও মুসলিম হওয়ার কারনে তারা মিয়ানমারের সরকার ও নাগরিকদের কাছে বিদেশী , বাঙ্গালি বা অবৈধ অভিবাসী হিসেবে পরিচিত । জাতি সংঘ রোহিঙ্গাদের " বিশ্বের সবচেয়ে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা সংখ্যালঘু জনগোষ্ঠী " হিসেবে অভিহিত করেছেন । কারও কারও মতে রোসাঙ্গ থেকে রোহিঙ্গা শব্দটির উদ্ভব । নবম - দশম শতকে আরাকান রাজ্য রোহান কিংবা রোহাঙ নামে পরিচিত ছিল । রোহিঙ্গা শব্দটি রোসাঙ্গ শব্দটি থেকে এসেছে । সেই অঞ্চলের অধিবাসী হিসেবেই রোহিঙ্গা শব্দের উদ্ভব । কারও কারও মতে , রোহিঙ্গা শব্দটি রেঙ্গুন শব্দের পরিবর্তিত রুপ । সেই মতে রেঙ্গুনে বসবাসকারী বার্মিজ সম্প্রদায় রোহিঙ্গা নামে পরিচিত । কারও কারও মতে আফগানিস্তানের রোহিঙ্গা জেলা থেকে আগত হওয়ার কারনে এই নামকরন । তাদের মতে , ইখতিয়ার উ...