নায়করাজ রাজ্জাক

নায়করাজ রাজ্জাক
নায়করাজ রাজ্জাক ১৯৪২ সালের ২৩ জানুয়ারী ভারতের দক্ষিণ কলকাতার টালিকঞ্জে জন্মগ্রহণ করেন।তার পিতার নাম আকবর হোসেন ও মাতার নাম নিসারুন্নেসা।তার ডাকনাম ছিল রাজু, রাজা, রাজ্জাক ‘চিত্রালি’ সম্পদক আহমাদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দেন।তিনি ২ মার্চ ১৯৬২, বিবাহ করেন তার মোট ৫ সন্তান।কলকাতার হিন্দু মুসলিম দাঙ্গার কারনে ১৯৬৪ সালে তিনি সপরিবারে বাংলাদেশে চলে আসেন।তার প্রথম অভিনীথ নাটক ‘বিদ্রোহী’।ঢালিউডে নায়ক হিসেবে তার প্রথম চলচিত্র জহির রায়হানের ‘বেহুলা’।তার অভিনীত শেষ সিনেমা ‘কার্তুজ’।তিনি বাংলা ও উর্দূ মিলে ৪০০ ও বেশী সিনেমায় অভিনয় করেছেন যার মধ্যে নায়ক হিসেবে অভিনয় করেছেন ৩০০ এর বেশী সিনেমাতে।পরিচালক ও প্রযোজক হিসেবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।তার প্রযোজনা সংস্থা ‘রাজলক্ষী প্রডাকশন্স’।তিনি ২০১৫ সালে স্বাধীনতা পুরষ্কার লাভ করেন। এছাড়াও জীবনে ৫ বার জাতীয় চলচিত্র পুরষ্কার লাভ করেন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ