4G যুগে বাংলাদেশ


4G যুগে বাংলাদেশ
4G শব্দের অর্থ Fourth Generation বা চতুর্থ প্রজন্ম4G নেটওয়ার্ক বলতে চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ককে বোঝায়১৩ ফেব্রুয়ারী ২০১৮ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন(BTRC) 4G ইন্টারনেট তরঙ্গ নিলামের আয়োজন করে১৯ ফেব্রয়ারী ২০১৮ মোবাইল অপরেটাদের হাতে 4G লাইসেন্স তুলে দেয় BTRC এর মাধ্যমে 4G যুগে প্রবেশ করে বাংলাদেশএর নিলাম থেকে সরকার প্রায় ৫০০০ কোটি টাকা লভ্যংশ পায়২০০৬ সালের এপ্রিলে প্রথম দেশ হিসেবে দক্ষিণ কোরয়িা 4G যুগে প্রবেশ করে3G এর তুলনায় 4G প্রায় ৫০ গুন বেশী গতি সম্পন্ন হলেও বাংলাদেশে এর ব্যবধান গুণ হবেএর প্রকৃত ব্যাণ্ডউইথ ১০ এমবিপিএস4G তে প্যাকেট সুইচ এর পরিবর্তে IP ভিত্তিক নেটওয়ার্ক ব্যভহার করা হয়এর ফলে অপেক্ষাকৃত উন্নতমানের ছবি ভিডিও দেখা যাবেবর্তমান বিশ্বের ১৮০টি দেশে 4G চালু রয়েছেতাতে গড়গতি ১৬. এমবিপিএসসবচেয়ে গতি বেশী সিঙ্গাপুরে এবং তা ৪৬.৬৪ এমবিপিএসবাংলাদেশের প্রান্তিক পর্যায়ে ইন্টারনেটের বর্তমান গতি২. এমবিপিএস4G  এর উধাহরণ হলো  Wimax-2,LTE ইত্যাদি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ