বঙ্গবন্ধু-১


বঙ্গবন্ধু-১
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণলায়ের নিয়ন্ত্রানাধীন দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু-১।বিটিআরসি ও স্পারসো এটি চালু করাবে।এটি থৈরিতে কারিগরি সহায়তিা দিয়েছে ফ্রান্সের থেলিস আ্যালেনিয়া স্পেস এবং এটি ফ্রান্সেই তৈরি হচ্ছে।প্রায় তিন হাজার কোটি টাকা ব্যায়ে নির্মিত এই স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে উৎক্ষেপন করা হবে।তবে এর স্টেশন হবে গাজীচুরের রাজেন্দ্রপুরে ও রাঙামাটির বেতবুনিয়ায়।এ উপলক্ষে গাজীপুরে ৫ একর জায়গা জুড়ে স্যাটেলাইট নিয়ন্ত্রন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে।বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কো.লি. এর পরিচালনায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপন করা হলে বাংলাদেশ হবে ৫৭ তম স্যাটেলাইট থাকা দেশে।এতে মহাকাশে অরবিটাল স্লট স্থাপনে সহায়তা করছে রাশিয়া এবং এর কক্ষপথ হবে ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের ৪০ টি ট্রান্সপণ্ডার থাকবে যার ২০টি বাংলাদেশ ব্যবহার করবে বাকী বিশটি প্রতিবেশী ৬ টি দেশে ভাড়া দেওয়া যাবে।প্রথমে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর এবং পরে ২০১৮ সালের ২৬ মার্চ উৎক্ষেপনের কথা থাকলেও এটি ২০১৮ সালের এপ্রিলে উৎক্ষেপন করা হবে বলে আশা করা হচ্ছে। উৎক্ষেপনের পরবর্তী এক বছর এর তদারকি করবে নির্মানকারী প্রতিষ্ঠান।এটি আগামী ১৮ বছর মহাকাশে থেকে সেবা দিতে পারবে বলে আশা করা হচ্ছে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ