জাতীয় গণহত্যা দিবস


জাতীয় গণহত্যা দিবস

গণহত্যার ইংরেজি প্রতিশব্দ  Genocide. ১৯৪৪ সালে শব্দটি প্রথমব্যবহৃত হয়।গণহত্যা বলতে সধারণত কোন দেশ,জাতি, গোষ্ঠী অথবা ভিন্ন মতাদর্শীদের খুন বা মানসিক বা শারিরীক নির্য়তনকে বোঝায়।১৯৪৭ সালে দেশ ভাগের পর দীর্ঘ ২৩ বছরের শোষণ থেকে বাঙালির মুক্তির আন্দোলনকে শ্বাসরোধ করতে ২৫ শে মার্চ ১৯৭১ রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি সেনাবহিনী।অপরেশন সার্চ লাইটের নামে শুধু ঢাকাতেই ছাত্র-শিক্ষক ও সাধারণ জনতা সহ ৫০ হাজারের অকিক লোককে হত্যা করে ঐ এক রাতেই।একাত্তরের ২৫ মার্চ রাতে পকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞে নিহতদের স্মরণে ‘গণহত্যা দিবস’ পালনের প্রস্তাব ১১ মার্চ ২০১৭ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।জাতীয় সংসদে স্বীকৃতির পর ২০ মার্চ ২০১৭ মন্ত্রিসভার বৈঠকে ২৫ মার্চ দিনটি গণহত্যা দিবস হিসেবে পালনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। অনুমোদনের পর ২১মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারির মাধ্যমে ‘ক’ শ্রেণীভুক্ত দিবস হিসেবে ২৫ মার্চ তারিখকে ‘গণহত্যা দিবস’ পালনের সিদ্ধান্ত নেয়।এর ফলে এখন থেকে প্রতি বছর ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে পারিত হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Write a letter to your friends inviting him to your sister’s marriage ceremony

বাংলা বানানে ‘ই-কার‘ এবং ‘ঈ-কার’ এর নিয়ম

বাংলায় মধ্য-অ এর উচ্চারণ